News Updates
দেশ বিদেশের এক ডজন তাজা খবর
১. ২৭ বছর পর রাজধানী দিল্লী বিধানসভার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপির জয়লাভ। এক দশকের কুশাসনের জয় জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২.কংগ্রেস ছাড়া একা লড়তে গিয়ে আপের ভরাডুবি। জোট হলে ১১ টি আসনে বিজেপি হারাত। ক্ষমতায় টিকে থাকত আপ কংগ্রেস জোট সরকার।
৩.পরাজিত অরবিন্দ কেজরিওয়াল, মনীশ শিসোদিয়া, সৌরভ ভরদ্বাজের মতো আপের হেভিওয়েট প্রার্থীরা।মদের মাসুল দিতে হল কেজরিওয়াল কে মত আন্না হাজারের
৪.দিল্লী বিধানসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে ৪৫ শতাংশ ভোট। আম আদমি পার্টি পেল ৪৩ শতাংশ ভোট।কংগ্রেস ৬ শতাংশ ভোট পেয়ে টানা তিন বার শূণ্য আসনের রেকর্ড গড়ল।
৫.রবিবার আরজিকরের অভয়ার খুনের পর প্রথম জন্মদিন। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ডাক দিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তার থেকে বামদল থেকে শুরু বিভিন্ন সংগঠন। পথে নামার আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা মাও।অন্যদিকে আর এস এস প্রধান মোহন ভাগবতের সঙ্গে কলকাতায় দেখা করে ন্যায় বিচারের আর্জি জানালেন অভয়ার বাবা মা।
৬. আরজি করের নির্যাতিতার জন্মদিনের আগের দিন সাত জুনিয়র ডাক্তারকে তলব করল বিধান নগর পুলিশ । আন্দোলনের সময় গঠিত তহবিল যে কয়েক কোটি টাকা জমা হয়েছে তার স্বচ্ছতা নিয়ে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে হাজিরা দিতে বলা হয় তাঁদের।
৭ নিউ টাউনে নাবালিকাকে ধর্ষনের পরেই খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সেই তথ্যই উঠে এসেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই রিপোর্ট অনুযায়ী, প্রথমে ধর্ষণ করা হয় নাবালিকাকে। পরে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। নাবালিকার শরীরে একাধিক জায়গায় নখের আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। এই ঘটনায় এখনো কোন অভিযুক্ত ধরা পড়েনি।
৮. মাধ্যমিক পরীক্ষার আগে গ্রামে তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে ইটের আঘাতে মাথা ফাটলো পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরার। আহত হয়েছেন এক ভিলেজ পুলিশও।হুগলির পাঁচঘরা তোড় গ্রামপঞ্চায়েতের নিয়াল গ্রামের ঘটনা। ইতিমধ্যেই বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ।
৯.টলিপাডা়য় কর্মবিরতির জট কাটল। মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন ফেডারেশন এবং পরিচালকদের নিয়ে বৈঠকের পর কাজে ফিরেছেন পরিচালকরা।
১০ নামজাদা ফটোগ্রাফারের নাম করে নিউড সুট পরে গণধর্ষণের অভিযোগে কলকাতায় একজনক গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ফেক এজেন্সি খুলে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেওয়া হত মহিলাদের। সেই প্রলোভনে পা দিয়ে যারাই যোগাযোগ করতেন তাদেরকে ডেকে পাঠানো হতো বিভিন্ন হোটেলে।
১১ বাংলাদেশে শুক্রবার রাতে ছাত্র-জনতার ওপর দুস্কৃতিদের আক্রমণের ঘটনার পর শনিবার থেকে বাংলাদেশ জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করবে সে দেশের যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আজ পাঠানো বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়েছে।
১২ সুপার সিক্সে ওঠার যাবতীয় সম্ভাবনা ইস্টবেঙ্গল এফসি-র সামনে কার্যত শেষ হয়ে গেল। ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছেন ক্যামেরুনের ফুটবলার মেসি বাউলি । শনিবার খেলতে নেমেও দলের ভাগ্য ফেরাতে পারলেন না। শনিবার তারা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ০-৩ গোলে পরাজিত হয়েছে।