Man Death Last Moment
যে কোন সময় থেমে যেতে পারে আমাদের জীবনের চিরদিনের পথচলা। কথন থামবে তা আমরা কেউ জানি না। জীবনের এই অনিবার্য সত্যকে আমাদের মেনে নিতেই হয়। মৃত্যু পথযাত্রী একজন মানুষের মৃত্যুর ঠিক আগের মুহর্তে মানুষের শরীরের ঠিক কি কি পরিবর্তন হয় তা জানার কৌতূহল কম বেশি সকলের। এই উত্তর জানতে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন বিজ্ঞানীরা।সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইসভিল, কেন্টাকির একদল স্নায়ুবিজ্ঞানী মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের কার্যকলাপ প্রথমবারের মতো ধরতে সক্ষম হয়েছেন।এর ফলে মানুষের মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মস্তিষ্কে ঠিক কি ঘটেছে তা জানা সম্ভব হয়েছে। বিজ্ঞানীদের গবেষণায় ধরা পড়েছে মৃত্যুর ঠিক প্রাক মুহূর্তে মস্তিষ্কে পুরো জীবনের নানা দৃশ্য সিনেমার ট্রেলারের মতো একঝলক দেখা যায়।
ছবি ও তথ্য সৌজন্যে Daily Mail

এই গবেষণায় বিজ্ঞানীরা ৮৭ বছর বয়সী এক মৃগীরোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর ঠিক আগের মুহূর্তে অর্থাৎ হৃদ্যন্ত্রের স্পন্দন বন্ধ হওয়ার আগে ও পরের ৩০ সেকেন্ডের মস্তিষ্কের কার্যক্রম পর্যালোচনার জন্য চিকিৎসকেরা তাঁর মাথায় সঙ্গে ইলেকট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) যন্ত্র যুক্ত করেন। এই সময় মোট ৯০০ সেকেন্ড মস্তিষ্কের তরঙ্গের দৈর্ঘ্য ধরে রাখা হয়। মস্তিষ্কের তরঙ্গের রেকর্ড থেকে দেখা গেছে, মস্তিষ্কের স্মৃতি ও স্মৃতি পুনরুদ্ধারের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় মৃত্যুর কিছু পরে সক্রিয় ছিল।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইসভিল, কেন্টাকির স্নায়ুবিজ্ঞানী আজমল জেম্মার জানিয়েছেন, আমাদের মস্তিষ্ক মৃত্যুর ঠিক আগে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো শেষবারের মতো স্মরণ করতে পারে, যা মৃত্যুর কাছাকাছি যাওয়া অনেক ব্যক্তির অভিজ্ঞতায় বলা হয়েছে। এই গবেষণার ফলাফল ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, মস্তিষ্ক জৈবিকভাবে মৃত্যুর জন্য নিজে থেকে হয়তো প্রোগ্রাম করে। মৃত্যুর সময় হুট করে বন্ধ না হয়ে ধীরে শারীরবৃত্তীয় ও স্নায়বিক একটি পরিবর্তন দেখা যায়। সম্ভবত মৃত্যুর আগে শেষ সেকেন্ডে জীবনের একটি ভাষ্য রিপ্লে দেখায় মস্তিষ্ক। বিজ্ঞানীরা যদিও এখনো নিশ্চিত নন কীভাবে ও কেন এমন এই ঘটনা মস্তিষ্কে ঘটে।
