শামির দুরন্ত বোলিং শুভমানের সেঞ্চুরি বাংলাদেশকে হেলায় হারাল ভারত

ICC Champion Tophy

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজেই পরাস্ত করল ভারতীয় ক্রিকেট দল।বাংলাদেশকে ৬ উইকেটে পরাস্ত করল ভারত।প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ের কাছে এঁটে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানেরা।একটা সময় বাংলাদেশকে ৩৫ রানে ৫ উইকেট হারাতে হয়।সেই জায়গা থেকে বাংলাদেশের জাকির আলি ও তৌহিদ হৃদয়ের ১৫৪ রানের পার্টনারশিপ ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়। ২২৮ রানে শেষ হয় বাংলাদেশের ইংনিস।

২২৮ রানের জবাবে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল জুটি ভালই শুরু করে। কঠিন পিচে শতরান করেন শুভমান গিল। রেহিত শর্মা ৪১, বিরাট কোহলি ২২ রানে আউট হয়। তবে শেষ পর্ষন্ত শুভমান গিল ও কেএস রাহুল হেলায় জয়ের লক্ষ্যে ভারতকে পৌঁচ্ছে দেয়। পরবর্তী ম্যাচ পাকিস্তানের মুখোমুখি হবে বিরাট রোহিতরা।