India VS Pakistan
দুবাই :
ভারতের বিরাট জয়। পরাজিত পাকিস্তান। বিরাট কোহেলির ৫১ তম সেঞ্চুরি। কুলদীপ যাদবের দুরন্ত বোলিং। সব মিলিয়ের দুবাইয়ে রোহিত শর্মার নেতৃত্বে সব দিক দিয়ে পাকিস্তানকে টেক্কা দিয়ে ৬ উইকেটে জিতল ভারত। প্রথমে টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভারতের বোলারদের সামনে প্রথম থেকে দাঁড়াতে পারেনি পাকিস্তান ব্যাটসম্যানরা। ২৪১ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। প্রথম থেকেই পাকিস্তানের রানের গতি তেমন ছিল না। সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।শাকিল ৬২ রান করেন এবং রিজওয়ান ৪৬ রান করেন। এই জুটি বিদায় নেওয়ার পর, পাকিস্তান নিয়মিত উইকেট হারাতে থাকে। শেষে ২৪১শে থেমে যায়।
ব্যাট করতে নেমে প্রথম থেকেই ভারত ছিল চালকের আসনে। ফর্মে বিরাট কোহলি সেঞ্চুরি করেন । অন্যদিকে শ্রেয়স আইয়ারও অর্ধশত রান করেন,, শুভমান গিল ৪৬ রান করেন। ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব ছিলেন সেরা বোলার।
