Kurmi Movement
ঝাড়গ্রাম
এবছর মহালয়ার এক সপ্তাহ আগে থেকে রাজ্যের জঙ্গল মহলের চারটি জেলা কার্যত অচল করার জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে কুড়মি জনজাতি সংগঠন গুলি। এবার শুধুমাত্র চার জেলা নয় বাংলার সঙ্গে যুক্ত করা হচ্ছে ওড়িষ্যা ঝাড়খন্ডের কুড়মি নেত়়ৃত্বকে। কুড়মি জাতিসত্ত্বার দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চারটি জেলা সঙ্গে বিহার ওড়িষ্যার বিভিন্ন প্রান্তে লাগাতার রেলটেকা বা রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। ২৮ শে সেপ্টেম্বর মহালয়া তার ঠিক এক সপ্তাহ আগে শুধু এই তিনটি রাাজ্য নয় এর প্রভাব গোটা দেশের রেল পরিষেবা ব্যাহত হওয়ার মুখে পড়বে।

লাগাতার রেল অবরোধ কর্মসূচী সফল করতে এখন থেকেই পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে শনিবার ঝাড়গ্রামে কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো ও মহা মোড়ল অনুপ মাহাতো উপস্থিতিতে বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০ সেপ্টেম্বর তিন রাজ্যের ১০০ জায়গায় রেল অবরোধ করা করা হবে। এই কর্মসূচী সফল করতে এখন থেকেই প্রতিটি গ্রামে গ্রাম কমিটি তৈরি করা হবে। তাদের দীর্ঘদিনের দাবী কেন্দ্র সরকার না মানা পর্য়ন্ত অবরোধ জারি থাকবে।

সেপ্টেম্বরের চূড়ান্ত আন্দোলনের আগে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কুড়মি ভাষায় লেখাপড়ার চালু করার দাবীতে আগামী ২৫ মার্চ জঙ্গল মহলের চার জেলার বিভিন্ন শিক্ষা দপ্তরের অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি ২১ মার্চ কুড়মিদের জমি সংক্রান্ত জটিলতার সমাধানেের দাবীতে চার জেলার বিভিন্ন ভূমি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচীর সিদ্ধন্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে জঙ্গল মহল ফের অস্থির হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে।
