CM Doctor Meeting
কলকাতা
আর জি কর হাসপাতালে তিলোত্তমার মৃত্যুর ঘটনার পর তোলপাড় হয়েছিল রাজ্য থেকে দেশ। প্রতিবাদ নতুন চেহারা নিয়েছিল। অনেকটাই ব্যাকফুটে ছিল সরকার সে সব অনেকটাই কাটিয়ে উঠে এই প্রথম রাজ্যের সরকারি হাসপাতালের সব স্তরের ডাক্তারদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাংর গোটা বক্তব্যের মধ্যে মূল নির্যাসটা তুলে ধরা হল।

রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। আর আপনাদের রং একটাই, মানবতার এবং সেবার। রাজনীতির কোনও রং দেখার দরকার নেই আপনাদের।চিকিৎসক মানে সেবা-নিষ্ঠা-জ্ঞান-মানবতা-সমবেদনা।
বাড়ল বেতন ভাতা আরও সুবিধা
ইন্টার্ন, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনির ভাতা বাড়ল ১০ হাজার টাকা করে। সর্বস্তরের সিনিয়র ডাক্তারদের বেতন বাড়ল ১৫ হাজার টাকা।
নির্দিষ্ট কাজের সময়সীমা
ন্যূনতম আট ঘণ্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিতে হবে চিকিৎসকদের। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে কোন বাধা নেই। আগে সরকারি হাসপাতালের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে পারতেন চিকিৎসকরা, সেই পরিধি বাড়িয়ে করা হল ৩০ কিলোমিটার ।

উঠল সাসপেনশন
মেদিনীপুর হাসপাতালের যে সব জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছিল, সাসপেনশন তুলে নেওয়া হল।
প্রতিটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ডাক্তারদের সাংস্কৃতিক কার্যকর্যকলাপ ,খেলাধুলোর পরিকাঠামো উন্নয়নের জন্য ২ কোটি বরাদ্দ।
প্রসঙ্গ জাল ওষুধ
আজকাল ফেক ওষুধও বেরিয়ে গেছে। মানুষের লোভ এত বেড়ে গেছে, একটা ভাল কাজকে খারাপ করে দিতে এক সেকেন্ড লাগে। আপনারা ছিলেন বলেই আজ এত ভাল সব কিছু হয়েছে।

নিয়োগ বিপত্তি
কয়েক লক্ষ ছেলেমেয়ের নিয়োগ বন্ধ হয়ে আছে। কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে একটা মামলা করা হয়েছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না। অকাজের কাজ করে। একটা মামলা ঠুকে দিল, আর সব আটকে রইল। কত নিয়োগ আটকে আছে
