বৃদ্ধাকে খুন করে ট্রলি ব্যাগে গঙ্গায় ফেলার সময় ধরা পড়া দুই মহিলার সম্পর্কে বিস্তারিত জানুন

Kolkata Crime

কলকাতা

বৃদ্ধা করে ট্রলিতে ভরে গঙ্গায় ফেলার আগে হাতে নাতে ধরা পড়ে গেল মা ও মেয়ে ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ।মা মেয়ে খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবী, দুই ফাল্গুনী,আরতির কাছ থেকে ট্রেনের টিকিট পাওয়া গেছে।তাতে দেখা যাচ্ছে হাসানাবাদ লোকালে কাজিপাড়া স্টেশন থেকে তারা ট্রলি ব্যাগ নিয়ে উঠেছিল।

সন্দেহের কারণ

ট্রাক্সি থেকে ট্রলিব্যাগ নামিয়ে কুমোরটুলি ঘাটে মা মেয়ে ব্যাগ নিয়ে এগোতে দেখে এক মহিলার সন্দেহ হয়। ব্যাগে কি আছে জানতে চাইতে বলা হয় ব্যাগে মরা কুকুর আছে। কিন্তু তাতেও ঐ মহিলা এই উত্তরে সন্দেহ হওয়া অন্যদের ডেকে আনেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ব্যাগ খুলে দেখেন এক ট্রলি ব্যাগের মধ্যে এক মহিলার মুন্ডুহীন দেহ।

মা মেয়ের বিস্তারিত

 মা মেয়ে সম্পর্কে জানা গেছে তারা উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুণান কয়েকদিন আগেই বৃদ্ধাকে মধ্যমগ্রামেই খুন করা হয়েছিল। এদিকে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক স্বপন দাশ জানিয়েছেন ২০২৩ সালে মার্চ ভাড়া নেন তাঁর বাড়িতে। মা মেয়ে দুজন থাকতেন। আরতি  স্বামীর পেনশন পেতেন। খুন হওয়া বৃদ্ধাকে তিনি আগে দেখেননি বলে জানিয়েছেন।এর আগে মধ্যমগ্রামের অন্যত্র তারা ভাড়া থাকতেন বলে জানা গেছে। প্রতিবেশীদের বক্তব্য মা মেয়ে দু জনেই প্রতিবেশীদের এড়িয়ে চলতেন।রাতের দিকে বাইরের লোকজনের আনাগোনা হত। এর প্রতিবাদ ও জানিয়েছিল প্রতিবেশী। এই বিবাদ মেটাতে কিছুদিন আগে স্থানীয় কাউন্সিলারকে হস্তক্ষেপ করতে হয় বলে জানা গেছে।