বাংলায় ২০২৬ নির্বাচনের লড়াইয়ের ময়দানে কর্মীদের চাঙ্গা করতে তৃণমূল নেত্রীর ভোকাল টনিক

TMC MEETING

কলকাতা:

২০২৬ বিধানসভা নির্বাচনের কাজ জোর কদমে শুরু করার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করতে মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছেন ২০২৬ নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের চেয়ে বেশি আসন নিয়ে নবান্নে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এবার ও যে ভোটের কাজে ভোট কুশলী প্রতীক জৈন ও তার টিমের যে বড় ভূমিকা থাকবে তা পরিস্কার জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।একই সঙ্গে নেত্রীর ঘোষণা ফের খেলা হবে। সব রকমের খেলা হবে। এক নজরে দেখে নেওয়া যাক ঘোষণার মুল অংশ গুলি।

প্রসঙ্গ ২০২৬ নির্বাচনে লড়াই

“এত চিন্তা করবে না। ওদের আয়ু তিন মাস। যদি বাংলায় কেউ টিকে থাকে, তাহলে তারা হল তৃণমূল কংগ্রেস। খেলা আবার হবে। ২০২৬-এ আরও জোরে মারতে হবে। ক্রিকেট-ফুটবল জোরে মারতে হবে। চু কিত-কিত হবে, স্কিপিংও হবে। আর সেই কাজ শুরু হবে ভোটার লিস্ট থেকে। এটা বুথস্তরের কর্মীদের করতে হবে।” মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ২১৫-র বেশি আসন পেতে হবে। আগে ২১৫ পার করব, তারপর অন্য কথা। তার থেকে বেশি হবে, তবু কম হবে না। এরপরই চারটি খেলার কথা বলেন তিনি।

কত আসন পাবে তৃণমূল

তৃণমূল নেত্রীর ঘোষণা ”আমরা ২১৫ আসন পার করব। তার বেশি করব। কম হবে না। তার পরেই কথা হবে।”

এদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবী “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুই তৃতীয়াংশ আসনে জিততে হবে। সেটা ১৯৬ হয়। কিন্তু আমি বলব ২১৪ টপকে আমাদের যেতে হবে।” 

প্রসঙ্গ আই প্যাক

 তৃণমূল সুপ্রিমো দেলের নেতাদের উদ্দেশ্যে বলেন, এটা “পিকে আইপ্যাক এটা নয়। ওরা একটা রাজনৈতিক দল গঠন করেছে। এরা একটা নতুন টিম। এদের সহযোগিতা করতে হবে। এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। কাজটা সবাইকে মিলে করতে হবে।”