কর্মসংস্থানের লক্ষ্যে বাংলায় আশার আলো দেখাচ্ছে EME অ্যাকাডেমি

কলকাতা:

কলকাতার নিউ টাউনের নোভোটেলে EME একাডেমির উদ্যোগে EME একাডেমিতে কর্মরত সকল মানুষকে তাদের কাজের স্বীকৃতি জানানোর জন্য EME একাডেমি স্টার্স এওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির, ফ্রন্টপেজ একাডেমির চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, ওয়েবেলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ মুখোপাধ্যায় ও EME একাডেমির ফাউন্ডার ডাইরেক্টর কাজী মহসিন আজিম (সুমন)।

অনুষ্ঠানের শুরুতেই বিধায়ক হুমায়ুন কবির বলেন যে কোন সংস্থার তার কর্মীদের তাদের কাজের স্বীকৃতি দেওয়া খুব দরকার। মোঃ কামরুজ্জামান বলেন প্রত্যেক সংস্থার কর্মীদের উচিত কোম্পানির কর্মচারী না ভেবে কোম্পানির মালিক হিসেবে নিজেদের ভাবা তাহলে কাজ অবশ্যই নিজের মতো করা যায়। প্রদীপ মুখোপাধ্যায় বলেন আমাদের EME একাডেমী আমরা একে অপরকে পরিবার ভাবি।

EME একাডেমির ফাউন্ডার ডাইরেক্টর কাজী মহসিন আজিম (সুমন) বলেন ই এম এ একাডেমী করার উদ্দেশ্য হলো সমাজের বেকার সমস্যা দূর করা। মানুষের রুটি রুজির ব্যবস্থা করা। কর্মই হল সবচেয়ে বড় কাজ। আমরা সেই উদ্দেশ্যেই কাজ করছি। ইতিমধ্যে ৫ হাজারের বেশি ছেলে মেয়ে আমাদের সংস্থার মাধ্যমে চাকরি পেয়েছে। এই সংস্থার একটি অংশ আপনারাও , আমি একা কখনোই এই কাজ করতে পারতাম না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হামনাজ প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম, মজিবুর রহমান, শাহিল এলাহি, ইব্রাহিম মন্ডল, রায়হান আলী বিশ্বাস, ইজাজ আহমেদ, আবিদ হোসেন বিশ্বাস, তারিকুজ্জামান মোল্লা, কেরামত আলী, কাজী কারিমুল কারীম, সোহেল রানা, নাসরিন সরকার, সোমালি বিশ্বাস, রাজকুমার মিশ্রা, শুভেন্দু দত্ত, অঞ্জন রায়, অভিজিৎ মাহাতো সহ আরো অনেকে ।