জনপ্রিয় হিন্দি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ এক বদনাম আশ্রম

Asharam 3

নীলুফা খাতুন ,

এক বদনাম আশ্রম
অবশেষে বহু প্রতীক্ষার পর দর্শকরা আমাজন এম এক্স প্লেয়ারে একেবারেই বিনামূল্যে মুক্তির স্বাদ নিল এক বদনাম আশ্রমের। প্রকাশ ঝা পরিচালিত ও প্রযোজিত হিন্দি ভাষার একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। যার সিজন 3, পার্ট 2; 5টা এপিসোডে শেষ হল।
পালোয়ান পাম্মিকে (অদিতি পোহাঙ্কার) অচৈতন্য অবস্থায় ধর্ষণ করেন আশ্রমের বাবা নিরালা তথা মন্টি (ববি দেওল) ,যিনি নিজেকে ভগবান মনে করেন। একে একে শেষ করেন পাম্মির বাবা,দাদা,মা ও প্রেমিককেও। বদলা নিতে পাম্মিও ঘুঁটি সাজায়। আশ্রমের বাবা নিরালা শেষ পর্যন্ত কি ধর্ষণ মামলায় শাস্তি পাবে? পাম্মি কি পারবে ক্ষমতাবান বাবা নিরালাকে সাজা দিতে? সিরিজের শুরুতেই এইসব প্রশ্নের কথা মাথায় আসে যারা আগের সিজনগুলো দেখেছে।
উজাগরের (দর্শণ কুমার) সাহায্যে শেষ পর্যন্ত পাম্মি সফল হল বাবা নিরালাকে জেলে পাঠাতে। এ কাজে ভুপা( চন্দন রায় সান্যাল) সাহায্য না করলে পাম্মিরা পারত না। এই সিজিনে বাবা নিরালার দুটি ভুলের মাশুল দিতে গিয়ে চলেই গেল তার সাম্রাজ্য। এক ভুপার শুদ্ধিকরন। দুই পাম্মির সঙ্গে সম্পর্ক স্থাপন।শেষমেশ বাবা নিরালার জায়গায় অভিষিক্ত হল তারই বন্ধু ভূপেন্দ্র। শেষ হল বাবা নিরালার রাজত্ব ও শুরু হল ভুপা ওরফে বাবা মনসুখের নতুন সাম্রাজ্য। জপনাম, জপনাম, জপনাম।