রূপকথার জয় চ্যাম্পিয়ন আমাদের ভারত দেশ জুড়ে আগাম হোলি আবেগ উন্মাদনা উচ্ছ্বাস

India win Champion Trophy

দুবাই :

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে নতুন ইতিহাস রচনা করল। রোমাঞ্চকর ম্যাচে জিতে চ্যাম্পিয়ন ট্রফি তৃতীয় বার জিতে রের্কড সৃষ্টি করল রোহিত বাহিনী। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের লক্ষ্য তাড়া করে এক ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল।

২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির যৌথ বিজয়ী ভারত ছিল এবং ২০১৩ সালে আবার চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জিতেছিল। ২০২৫ সালে আবারও জিতল ভারতীয় ক্রিকেট দল। রবিবারের ফাইনাল ম্যাচে ভারতীয় স্পিনাররা দুর্দান্ত পারফর্ম করেছে। ভারতীয় বোলারদের দুরন্ত পার্ফমেন্স নিউজিল্যান্ডকে ৭ উইকেটে ২৫১ রানে আটকে রাখতে সাহায্য করেছিল। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর কুলদীপ যাদব (৪০ রানে ২/ উইকেট) এবং বরুণ চক্রবর্তী (৪৫ রানে ২/৪৫) দুটি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামি একটি করে উইকেট নেন।

নিউজিল্যান্ডেের হয়ে ড্যারিল মিচেল (৬৩) এবং মাইকেল ব্রেসওয়েল (৫৩) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। লক্ষ্য তাড়া করতে নেমে, রোহিত শর্মার ৭৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ভারত দুর্দান্ত শুরু করে। শ্রেয়স আইয়ার (৪৮) এবং কেএল রাহুল (অপরাজিত ৩৪)ও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং নিউজিল্যান্ডকে পর্যুদস্ত করে ভারত।