চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে রেকর্ড গড়লেন অধিনায়ক রোহিত শর্মা

Indian Captain Rohit Sharma Record

নিলুফা খাতুন :

রোহিত শর্মার ভাগ্য নিয়ে সবাই বোধহয় হাসাহাসি শুরু করেছিল। কেন? এক দিনের ক্রিকেটে টানা 12 বার টস হারল বলে। কিন্ত আদৌ কি তার ভাগ্য সত্যিই খারাপ! মোটেও না।ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরি(3) এবং ক্রিকেট বিশ্বকাপের সর্বাধিক সেঞ্চুরির মালিক (7)। প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিতের হাত ধরেই 5 বারের চ্যাম্পিয়ন মুম্বই। শুধু তাই নয় অধিনায়ক রোহিত শর্মা 2024 সালের T20 বিশ্বকাপ জয়ী ও 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী।

প্রথমবার সৌরভের ভারত 2002 সালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম বিজয়ী হয়েছিল। পরের বার 2013 সালে ধোনির অধিনায়কত্বে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ভারত। প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রবীন্দ্র জাদেজা। আজ 2025 এ তিনবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রোহিতের ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক বিজেতা এবং আগামী 2029 এ চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আয়োজক দেশ ভারত।

19 সে ফেব্রুয়ারি 2025 পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল নিউজিল্যান্ড টিম। তবে শেষ হাসি হাসল ভারত। যবনিকা পতন ঘটল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশহীতে অনুষ্ঠিত 2025 আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফির 15 তম ম্যাচ খেলে , যেটি রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হল। জিতল রোহিতের ভারত।

কুলদীপ যাদবের অসাধারণ বোলিং এ রচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের আউট হবার পর ভারতের জয়ের রাস্তা প্রস্তুত হয়। শামী, শ্রেয়স, রোহিত, শুভমন প্রত্যেকেই একটি করে ক্যাচ মিস করে।তবে যে ক্যাচটার কথা না বললেই নয় সেটি হল নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টেনার বলে গ্লেন ফিলিপ্সের এক হাতে ধরা উড়ন্ত ক্যাচ।এরপর 1 রানে বিরাটের আউট হওয়া বড় ধাক্কা ভারতের। রোহিতের 83 বলে 76 রানে আউট হয়ে যাবার পর নিউজিল্যান্ড ম্যাচে ফিরে আসে। তবে শ্রেয়স, রাহুল, অক্ষর, হার্দিকের ব্যাটে ভর করে উইনিং স্ট্রোকটা মেরে দেন জাদেজা। শেষ হাসিটা হাসল কিন্ত ভারতের অধিনায়ক রোহিত শর্মাই। সেই রোহিত শর্মা .. টসের ভাগ্য খারাপ হলেও ম্যাচের ভাগ্য তার পাল্লাতেই ভারী। প্লেয়ার অফ দ্য ম্যাচ ও হলেন তিনিই।
হিপ হিপ হুররে , রোহিতের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হল রে।।