প্রকৃতির পরব বাহা উৎসবে মেতেছে বীরভূমের মোহাম্মদ বাজারের আদিবাসীরা

Baha Festival Birbhum

তারিক আনোয়ার
মোহাম্মদ বাজার, বীরভূম :

প্রতি বছরই ইংরেজি ক্যালেন্ডারের ফেব্রুয়ারি ও মার্চ মাসের মাঝামাঝি বসন্তে এই পরবটি উদ্‌যাপিত হয়ে থাকে।

ফাল্গুন মাসটি নিঃসন্দেহে ধরা হয় সাঁওতালিতে ‘নাওয়া সিরমা’ বা নতুন বছর। সাঁওতালদের ‘নাওয়া সিরমা’য় প্রত্যাশা থাকে, নতুন দিনগুলি অন্যরূপে প্রকৃতিতে দেখা দিক। বসন্তে প্রকৃতিতে ফুটে ওঠা ফুল, লতা ও পাতা সঙ্গে প্রাণী ও জীবকূলের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠুক—এটাও চাওয়া হয়।

সমগ্র ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্যতম আদিবাসী গোষ্ঠী সাঁওতালদের মধ্যে প্রকৃতিপূজা বা পরবের অন্যতম একটি হল বাহা।

বাহা কথাটির আক্ষরিক অর্থ ফুল। আর ফুলের ভূমিকা হল সৃষ্টি। নতুন জীবনের জন্যই তার জন্ম। তাই, বসন্ত উৎসবের সঙ্গে একে বলা যেতেই পারে সাঁওতাল জনগোষ্ঠির নববর্ষের উৎসব।


এমনিতে, আদিবাসী সংস্কৃতির অন্যতম অঙ্গ প্রকৃতি-পূজা। সৃষ্টির আদিকাল থেকে প্রতিমুহূর্তে প্রকৃতি তার সন্তানকে আশ্রয় দিয়েছে। দিয়েছে বেঁচেবর্তে থাকার রসদ। তাই লোকমানুষদের কাছে এই প্রকৃতি একদিকে মাতৃসমা অন্যদিকে ঈশ্বর-সমান।

অর্থাৎ মানুষ ও প্রকৃতি একঅর্থে ভক্ত ও ভগবান। আর এই ভগবান-রূপী প্রকৃতির কাছে মানুষের ভক্তি নিবেদনেই উৎসব। বাহা পরবেও তারই প্রতিধ্বনি।

বসন্তকালে ফাল্গুন মাসের প্রথম চাঁদ দেখার পাঁচদিন পর শুরু হয় বাহা পরব। তিনদিনের এই পরবে মেতে ওঠেন স্থানীয় মানুষ। তাঁদের বিশ্বাস অনুযায়ী মাঘ মাস বছরের শেষ মাস অর্থাৎ সমাপ্তি।

ফাল্গুন মাসে বছরের শুরু। আর প্রকৃতি ফাল্গুন মাসেই ভরে ওঠে রূপে-রঙে। তাই এই রূপে, রঙে ভরা প্রকৃতির কাছে সুন্দর জীবনের কামনাতেই গাঢ় হয় এই পরব। সঙ্গে জুড়ে সারা বছর ভাল থাকার, সুন্দর থাকার প্রার্থনা।

বাহা পরব আনন্দের পরব। নবজীবনের গান গাওয়ার পরব। নতুন বছরের শুরুর দিনগুলি আনন্দে কাটিয়ে আগামী দিনগুলোও আনন্দময় করে তোলাই এই উৎসব বা পরবের মূল কথা। এখানে ভক্ত ও ভগবানের সম্পর্ক খুবই সহজ সরল। অনতিক্রম্য দূরত্ব নেই। প্রাচুর্যের ভিড়ে হারিয়ে যায় না কেউ কোথাও।

মানুষ এবং প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে যায় এই পরবের উদযাপনে, ভাষায়, গানে। বর্তমান পৃথিবী যেখানে অহেতুক ধর্মের নামে হানাহানিতে মেতে উঠেছে, একে অপরকে টেক্কা দেওয়ার খেলায় মেতেছে, সেখানে পৃথিবীর এই আদিমতম মানবগোষ্ঠীর মানুষেরা কী সহজে, কত অবলীলায় শিখিয়ে দেন ঈশ্বরের স্বরূপ। ভাবতে অবাক লাগে– গাছ, নদী, পাহাড় প্রকৃতি যে আসলে মানুষের বাঁচার জন্য খুবই প্রয়োজনীয় এবং মানবজীবনের সঙ্গে অচ্ছেদ্য বাঁধনে জড়িয়ে, তা সেই আবহমান কাল ধরে শিখিয়ে দিচ্ছে এই ধর্ম।

ঠিক এরকম ভাবেই আদিবাসী পরম্পরা মেনে আজ বীরভূমের মোহাম্মদ বাজার থানার ম্যানেজার পাড়া গ্রামে পালিত হল বাহ উৎসব।আদিবাসী রীতিনীতি মেনে আদিবাসী নাচ গানের পাশাপাশি আজ মোহাম্মদ বাজারের ম্যানেজারপাড়ায় বা উৎসবের পাশাপাশি এলাকার এবং জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল

সেই সঙ্গে হয়েছিল স্বাস্থ্য সচেতনতা শিবির এবং সেইসঙ্গে এই এলাকার শতাধিক আদিবাসী মানুষদের বিভিন্ন রকমের প্রয়োজনীয় ওষুধপত্রও প্রদান করা হয়।এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনের খোকা সরেন , হোপেন হাঁসদা ,লখিরাম হেমরম , অমিয় , জিতেন মুর্মূ ,নেপাল মুমু ও ভাদু মুর্মু ।

ভারত যাকাত মাঝি পরগনা মহলের অন্যতম সদস্য খোকা সরেন মহাশয় জানান “বাহ উৎসব আমাদের সম্প্রদায়ের মানুষের কাছে বহু প্রাচীন কাল থেকে চলে আসছে এবং এর ইতি আমরা প্রত্যেক বছর মেনে চলি আগামীতেও আমরা এই অনুষ্ঠান আরো সুন্দর করে করার করবো এবং স্বাস্থ্য সচেতন নিয়ে মানুষকে আমরা আরো বেশি হবে প্রচার করে সচেতন করবো”