IPL 2025
কলকাতা
নিলুফা খাতুন
” এই শহর জানে আমার প্রথম সবকিছু , পালাতে চায় যত সে আসে , আমার পিছু পিছু।” -কবীর সুমন।
না । পালানোর কোন ব্যাপার নেই। বরং আরও জড়িয়ে জড়িয়ে থাকা। শহরে আজ আমাদের হৃদ স্পন্দন। কে আবার ? শাহরুখ খান। কে কে আরের 12 তম মানুষ। সৌজন্যে 18তম আই পি এল 2025। ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠান। না। বৃষ্টি , ঝাড়ের ভয় থাকলেও এল না।

ক্রিকেটের নন্দন কানন কলকাতার ইডেন গার্ডেনস্ এ সঞ্চালক শাহরুখ পরিবারের মতই ভালোবাসা পায়। আর আই পি এল তার কাছে এক যুদ্ধ ক্ষেত্র , যেখানে নায়ক তৈরি হয়। শাহরুখের ডাকে মঞ্চে এলেন কুইন অব মেলোডি শ্রেয়া ঘোষাল। বন্দেমাতরম গেয়ে যেখানে শ্রেয়া শেষ করলেন সেখান থেকেই দশর্কদের পাগল করে তুললেন দিশা পাটানি। পপ সিঙ্গার করন আউজলাও ঝড়ো ইনিংস খেললেন। বোল্ড রিঙ্কুর সঙ্গে লুট পুট গ্যায়ে ও গোল্ড বিরাটের সঙ্গে ঝুমে যো পাঠান নাচে মন জয় করলেন ওল্ড শাহরুখ।
Courtesy X Indian Premier League
18 বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরুর হয়ে খেলার জন্য পুরস্কৃত হলেন বিরাট। শাহরুখের মতে সবচেয়ে স্পেশাল হল আই পি এলের 18য় পা দেওয়া সাবালক হয়ে যাওয়ার কেক কাটা।
এরপর অরিজিৎ সিং যদি আসত হৃদয়টা আর শরীরে থাকত না, ফুঁড়ে বেরিয়ে আসত।
