কুড়মি সমাজের ধর্ম ভাষা সংস্কৃতিকে নতুন করে তুলে ধরতে ও রেলটেকা সফল করতে চলছে সভা তৈরি হচ্ছে গ্রামে গ্রামে কমিটি

Kurmi Movement

নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রাম

কুড়মিরা ভারতের আদিম জনজাতি। তাঁদের নিজস্ব জাতিসত্ত্বা ও নিজস্ব সংস্কৃতি রয়েছে। বহু দিন ধরে ব্রাহ্মণ্যবাদের দাপটে আগামী দিনে কুড়মি সংস্কৃতি সংকটের মুখে পড়বে। সেই কারণে কুড়মি সংস্কৃতি ও জাতিসত্ত্বাকে নেগাচারের মাধ্যমে বাঁচিয়ে রাখতে নতুন করে উদ্যোগ নিয়েছে কুড়মি বিভিন্ন সংগঠন।

অন্যদিকে কুড়মি জাতিসত্ত্বার দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চারটি জেলা সঙ্গে বিহার ওড়িষ্যার বিভিন্ন প্রান্তে লাগাতার রেলটেকা বা রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। এবার শুধুমাত্র চার জেলা নয় বাংলার সঙ্গে যুক্ত করা হচ্ছে ওড়িষ্যা ঝাড়খন্ডের কুড়মি নেত়়ৃত্বকে।

এই দুটি বিষয় গুলিকে সামনে রেখে এখন থেকেই জোর কদমে গ্রামে গ্রামে তার প্রস্তুতী চলছে।পুরুলিয়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদনীপুরে গ্রামে গ্রামে তৈরি করা হচ্ছে গ্রাম কমিটি। গ্রামের মধ্যে ছোট ছোট সভা করে মহিলাদের যুক্ত করা হচ্ছে। এই সব সভায় মহিলাদের নজরকাড়া উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।

ঝাড়গ্রামে কুড়মি নেগাচারি সমাজের পক্ষ থেকে লাগাতাক গ্রামে গ্রামে সভা করা হচ্ছে।এমনই একটি সেই সভায় বক্তব্য রাখেন মহা মোড়ল অনুপ মাহাতো। তিনি বলেন কুড়মি সমাজের জাতিসত্ত্বতার অধিকার আদায় করার জন্য যতদূর যেতে হয় তারা যাবেন। আন্দোলনই একমাত্র দাবী আদায়ের রাস্তা। এই আন্দোলনে কুড়মি সমাজের নারী পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে।কুড়মিদের ধর্ম, ভাষা, সভ্যতা, সংস্কৃতি নতুন জাগরণ ঘটাতে পারলেই আমাদের জয় সম্ভব হবে।