আসন্ন জনগণনায় আদিবাসীদের নিজস্ব ধর্ম উল্লেখ না রাখার কৌশল তৈরি করছে কেন্দ্র দাবি আদিবাসী ও তপশিলী মঞ্চের

Tribal Meeting demand for Sarna code

নিজস্ব প্রতিবেদন

আদিবাসীদের নিজস্ব সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার কলকাতার উপকণ্ঠে বানতলায় অনুষ্ঠিত হল বিশাল সারনা আদিবাসী সমাবেশ।সংগ্রামী আদিবাসী মঞ্চ সহ তার দুটি শাখা সংগঠন সারনা আদিবাসী ঐক্য পরিষদ (আদিবাসী মহিলা পরিচালিত) ও পশ্চিমবঙ্গ আদিবাসী চেতনা সমিতির উদ্যোগে প্রায় হাজার তিনেক আদিবাসী ও তপশিলী জাতির মানুষ এই সমাবেশে সামিল হয়।

এই সমাবেশের প্রধান আহ্বায়ক ও সংগ্রামী আদিবাসী মঞ্চের রাজ্য সভাপতি সুবল চন্দ্র সরদার জানান, আদিবাসী দরদী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার ২০২১সালে *বিধানসভায় গুরুত্বের সাথে আলোচনা করে ও সিদ্ধান্ত নিয়ে সারনা ধর্ম স্বীকৃতির জন্য কেন্দ্র সরকারকে সুপারিশ করে।  পরে একাধিকবার রাজ্য সভায় সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম কেন্দ্রের মোদী সরকারের কাছে *সারনা ধর্মের স্বীকৃতির দাবি জানিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকার এ বিষয়ে নীরব-নির্বিকার।

এই সমাবেশে সারনা ধর্মের স্বীকৃতি ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য রাখেন, *ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিল এর ওয়ার্কিং প্রেসিডেন্ট -নরেশ কুমার মুর্মু(ঝাড়খণ্ড),বন্দী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস,। তাঁদের বক্তব্যে গুরুত্বপূণ বিষয় উঠে আসে। আপনাদের জেনে রাখা দরকার  , হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রীষ্টান,জৈন,পার্সি, শিখদের নিজের নিজের ধর্মীয় কোড থাকলেও আদিবাসীদের সারনা ধর্মের কোন কোড-কলাম নেই।এর ফলে ২০১১সালের জনগণনায় আদার্স কলামে প্রায় ৫০ লাখ আদিবাসী মানুষ তাদের নিজস্ব *সারনা ধর্ম লিখেছিলেন। কিন্তু এবার জনগণনার আগে স্বৈরাচারী মোদী  সরকার সেই আদার্স কলামটাই তুলে দিয়ে আদিবাসীদের হিন্দুত্বের হাঁড়ি কাঠে বলি দিতে চাইছে।

 তারই প্রতিবাদে এবং সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আমরা সারনা আদিবাসী সমাবেশ এর ডাক দিয়েছি‌। সারনা ধর্মের স্বীকৃতি না পেলে এরপর আমরা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার দাবী তুলেছেন বিশিষ্ট সমাজকর্মী কৃষ্ণ চন্দ্র রায়, কার্তিক হাঁসদা, বরুণ মাহাতো,দুঃখীরাম মণ্ডল,চিত্ত হালদার, সুধীর সরদার,বিশ্বনাথ মণ্ডল,ভানু সরকার,রেনুকা সরদার, মহারানী সরদার, মহাদেব সরদার প্রমুখ।

  অক্লান্ত পরিশ্রম করে এই সমাবেশকে যাঁরা সফল করে তুলেছেনঃ-গোবিন্দ সরদার (উপদেষ্টা), ধ্রুবজ্যোতি বৈদ্য (উপদেষ্টা),বাদল মুণ্ডা(সভাপতি),ভীম মুণ্ডা (সহ সভাপতি), মদন সরদার (সহ সভাপতি), কাশীনাথ সরদার (সহ সভাপতি),অশোক সরদার (সম্পাদক), গণেশ মুণ্ডা (সহ সম্পাদক),স্বপন সরদার(সহ সম্পাদক), পবিত্র কর্মকার(সহ সম্পাদক),পবিত্র মাহাতো (সহ সম্পাদক), কৃষ্ণ চন্দ্র সাউ(সদস্য), চঞ্চল মুণ্ডা (আহ্বায়ক)প্রমুখ।

সমাবেশের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ ও‌ নদীয়া জেলা থেকে আসা আদিবাসী সাংস্কৃতিক দল আদিবাসী ঝুমুর নৃত্যানুষ্ঠান- এ অংশগ্রহণ করে এই সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।