২৫০ ঠিকা শ্রমিকের কর্মক্ষেত্রে অচলাবস্থা কাটল অনুপ মাহাতোর মধ্যস্থতায় কাজে যোগ শ্রমিকদের

Labor Problem

বিশেষ প্রতিবেদন

ঝাড়গ্রাম :

ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের চুনপাড়া গ্রামে প্রায় ২৫০ শ্রমিকের দাবি দাওয়া মিটল।কর্তৃপক্ষ মেনে নিল তাদের দাবি।মাইতি পোলট্রী ফার্মের ২৫০ জন ঠিকা শ্রমিক গত তিন দিন ধরে কাজ বন্ধ রেখে অবস্থান প্রতিবাদ করছিলেন। তাদের দাবী পোলট্রী ফার্মে কাজ করে তারা তাদের ন্যায্য পারিশ্রমিক সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে    তাদের বঞ্চিত করা হয়েছে।

ন্যায্য দাবি দাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার পরেও সমস্যা মেটেনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে সাহায্য চেয়ে ও সমস্যা কাটেনি। শ্রমিক সমাধানের জন্য দেখা করেন সামাজিক আন্দোলনের নেতা কুড়মিদের মহা মোড়ল অনুপ মাহাতোর সঙ্গে।

তিনি আন্দোলনকারীজের প্রতিনিধিদের নিয়ে ফার্ম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। সমস্যার জট কেটেছে। কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের দাবি দাওয়া মেনে নিয়েছে। ঠিকা শ্রমিকরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন অনুপ মাহাতোকে এই সদর্থক উদ্যোগ নেওয়ার জন্য।

মহা মোড়ল অনুপ মাহাতো জানান শ্রমিকদের ওপর অন্যায় হলে তাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতে ও থাকব।একই সঙ্গে তিনি জানান মানুষের বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে কোন জটিলতা হলে আমরা আমাদের সাধ্য মতো চেষ্ঠা করে যাব।