Teacher Recruitment Scam
নিজস্ব প্রতিবেদন
কলকাতা
প্রাথমিক দুর্নীতি মামলা এবার বড়সড় মোড় নিতে চলেছে। এবার এই দুর্নীতির সঙ্গে যেসব রাজনৈতিক প্রভাবশালীর নাম উঠে এসেছে তাদের জেরা করতে চলেছে সিবিআই। বৃহস্পতিবার আদালতে এমনটাই জানালেন সিবিআইয়ের আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি চলাকালীন আদালতকে জানালেন সিবিআইয়ের আইনজীবী।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করতে পারেননি এমন ৩২১ জন প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল বিকাশ ভবনের ওয়ার হাউজ থেকে। এই অনুতীর্ন মধ্যে থেকে ১৩৪ জনের চাকরি হয়। এই ১৩৪জনের সুপারিশের তালিকায় বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালীর নামের উল্লেখ রয়েছে বলে আদালতে দাবি করেছেন সিবিআইয়ের আইনজীবী। সুপারিশ করা এই রাজনৈতিক প্রভাবশালীদেরই এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই।
একই সঙ্গে সিবিআই-এর তরফে আদালতে জানানো হয়, পার্থ চট্টোপাধ্যায় নির্দেশেই OMR sheet নষ্ট করা হয়েছিল।অন্যদিকে আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতে বলেন “এখন রাজসাক্ষী যে সমস্ত তথ্য দিয়েছেন সেই তথ্য বার করার জন্য সিবিআই এর আরো তৎপরতার প্রয়োজন রয়েছে। সেটা দেখাতে সিবিআই প্রাথমিকভাবে ব্যর্থ হয়। এখন যখন বলছেন তথ্য সামনে আসুক।” প্রসঙ্গত পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য ইতিমধ্যেই ইডির মামলায় রাজসাক্ষী হয়েছেন এবং গোপন জবানবন্দী ও দিয়েছেন।
