RG Kar Doctor Murder case Update
আর জি কর তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় শুক্রবার হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। রিপোর্টে উল্লেখ করা হয়েছে অভয়া খুন ও ধর্ষণের ঘটনায় একজনই যুক্ত রয়েছে। গণধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। সিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করেছে ফরেন্সি বিভাগের তদন্তে উঠে এসেছে এই কাজ একজনই করেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়।
বিচারপতি সিবিআই আইনজীবীর উদ্দেশ্যে জানতে চান যদি গণধর্ষণ হয়ে থাকে তাহলে কি তদন্তে কারো নাম উঠে আসছে বিচারপতির প্রশ্নের উত্তরে সিবিআই এর পক্ষে থেকে জানানো হয়। সব প্রমাণ ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরীতে পাঠানো হয়েছিল। ১৪জন ডাক্তার নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছিল। এই মেডিকেল টিমের রির্পোেটে উঠে এসেছে একজনই এই কাজে যুক্ত ছিল।
আগামী দু সপ্তাহ পরে হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে ।অন্যদিকে হাইকোর্টের পাশাপাশি শুক্রবার শিয়ালদহ কোটে ও আরজি কর ধর্ষণ ও খুনের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই
