বড়বাজারের অগ্নিকান্ডে মৃত ১৪ প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা তদন্তে রাজ্য়ের সিট গঠন
Barabazar Fire কলকাতা : বড় বাজারের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪। মৃতের তালিকায় ১১ জন পুরুষ এক মহিলা সহ দুজন শিশুও রয়েছে। প্রবল ধোঁয়ায় দমবন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেচুয়ার ফলপটির ছ তলা ঋতুরাজ হোটেলের দোতালায় আগুন লাগে। সেখান থেকে অন্য তলায় আগুন ছড়িয়ে পড়ে। হোটেলের…
