সামাজিক মাধ্যমে বিজেপির মুর্শিদাবাদের হিংসার ছবির ভুয়ো পোষ্ট দেখিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ

Murshidabad Fake Images Post

কলকাতা :

মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ প্রভৃতি এলাকা যখন হিংসার আগুন ছড়িয়েছে। নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই সময় রাজ্য বিজেপির ফেসবুক পেজে বেশ কিছু উত্তেজনা ও হিংসার ছবি পোষ্ট করে দাবী করা হয়েছিল এগুলি সব মুর্শিদাবাদের হিংসার ছবি। বিজেপির পোষ্ট করা এই ছবি গুলি ফেক বা ভূয়ো ছবি বলে জানিয়েছে রাজ্য পুলিশ। পুলিশ এই ছবি গুলি তাদের ফেসবুক পেজে পোষ্ট করে দেখিয়ে দিয়েছে এই ছবি গুলি নাগরিক সংশোধনী আইন পাশের সময় দেশের বিভিন্ন প্রান্তে যে হিংসার ঘটনা ঘটেছিল সেই ছবি। তাও আবার পশ্চিমবঙ্গের নয়। এ গুলি আসাম, উত্তরপ্রদেশ কর্ণাটকের ছবি। অথচ এই ছবি গুলিকে বাংলার বিভিন্ন পুজো পার্বনের হিংসা ছবি হিসাবে দেখানো হয়েছে। যদি ও এই ছবির বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখেনি অমৃতবাজার ডট ইন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ও পুলিশের পক্ষ থেকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে যখন বার বার গুজবে কান না দেওয়ার কথা বলছেন তখন বিজেপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল কিভাবে এই গুজব ছড়াচ্ছে তা নিয়ে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে।