Pope Francis Dies
প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন তিনি। ভ্যাটিকান সিটি জানিয়েছে, আজ সোমবার ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর।নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এ বছরের ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েক দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন পোপ ফ্রান্সিস।১২ বছর ধরে পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের কিছু অংশ বাদ দিতে হয়েছিল।
ক্যাথলিক চার্চের সংস্কারক হিসাবে তাঁর অবদান উল্লেখযোগ্য। উদারনীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস চিরস্মরণীয় হয়ে থাকবেন। ক্যাথলিক খ্রিষ্টান, নন–ক্যাথলিক খ্রিষ্টান ও অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন।ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং কানাডার আদিবাসীদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে তিনি বিতর্কের জন্ম দিয়েছিলেন। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। এমনকি ঘোষণা করেছিলেন সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের গির্জায় আসতে বাধা নেই।পোপ ফ্রান্সিস বলেছিলেন, ক্যাথলিক গির্জার দরজা সবার জন্য খোলা।
