প্রয়াত বিজ্ঞানী মুনকির হুসেনের তৈরি দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসে সাফল্যের নতুন পালক যুক্ত হল

Darul Huda Bengal Campus

শাহাদাত ইসলাম

ভীমপুর,:  দু মাস আগে বাংলার ভূমিপুত্র বিশিষ্ট বিজ্ঞানী ডঃ মুনকির হুসেন সাহেব এই পার্থিব জগৎ ছেড়ে চলে গেছেন করেন।নিজের সর্বস্ব দিয়ে বীরভূমের মাটিতে উচ্চশিক্ষা কেন্দ্র।ছেলেদের পাশাপাশি নারীদের শিক্ষার আঙিনায় আনা ছিল তাঁর বড় স্বপ্ন। তাঁর গড়ে তোলা শিক্ষাকেন্দ্র দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাস আজ বাংলার মাটিতে বেশ প্রভাব ফেলছে।

পনেরো জন ছাত্র হাফেয বিভাগের প্রথম ব্যাচে ভর্তি নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানে ইসলামিক জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞানের শিক্ষা প্রদান করা হলেও পবিত্র কুরআনের হিফয করার কোনো বিভাগ ছিলনা।এবার ইসলামিক জ্ঞান চর্চার অন্যতম বিভাগ হিফয-এরও প্রারম্ভ হল যার মাধ্যমে এই প্রতিষ্ঠান উন্নতির আরও এক ধাপ এগিয়ে গেলো। এমনই ভাবে হয়ত এই প্রতিষ্ঠান একের পর এক উদ্যমের মাধ্যমে ডঃ মুনকির সাহেবকে অমর করে রাখবে। শুভ কামনা রইল যেন সমাজের কল্যাণের জন্য এই দারুল হুদা আরও সামনে এগিয়ে যায়।