Barabazar Fire
কলকাতা :
বড় বাজারের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪। মৃতের তালিকায় ১১ জন পুরুষ এক মহিলা সহ দুজন শিশুও রয়েছে। প্রবল ধোঁয়ায় দমবন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেচুয়ার ফলপটির ছ তলা ঋতুরাজ হোটেলের দোতালায় আগুন লাগে। সেখান থেকে অন্য তলায় আগুন ছড়িয়ে পড়ে। হোটেলের মধ্যে মোট ৮৮ জন ছিলেন। হোটেলের মধ্যে থেকে কয়েকজন কার্নিশে নেমে এলেও শেষ রক্ষা হয়নি। দমকল কর্মীরা মই বেয়ে উপরে তল থেকে জানলা ভেঙে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু প্রবল ধোঁয়ায় পুরো হোটেলটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল।
ইতিমধ্যেই মৃতদের প্রত্যেক পরিবারকে দু লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগুনের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই রাজ্য সরকার সিট গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রয়েছেন সেখান থেকেই তিনি পুরো পরিস্থিতি নজর রাখেন। নিজের এক্স স্যান্ডেলে লিখেছেন ” বড় বাজারের অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে ।হোটেলের দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে এত জনের মৃত্যু হয়েছে। সারারাত ধরে আমি উদ্ধারকাজের খোঁজ খবর নিয়েছি। এলাকায় সবচেয়ে বেশি সংখ্যায় দমকলের ইঞ্জিন মোতায়ন করার ব্যবস্থা করেছি। ঘটনার তদন্ত করা হবে। নিহতদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইল”।
