রাজনৈতিক দল গড়ে তোলার লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিভিন্ন জনজাতি সংগঠন

Jangalmahal Politics

ঝাড়গ্রাম :

২০২৬ এর বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একই ছাতার তলায় সংঘবদ্ধ হচ্ছে রাজ্যের বিভিন্ন জনজাতি সংগঠন। গ্রামে গ্রামে গড়ে তোলা হবে কমিটি। সব কিছু ঠিকঠাক থাকলে ও রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কুড়মি সহ বিভিন্ন জনজাতি সংগঠন।

শনিবার ঝাড়গ্রামে উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহলের তপশিলী জাতি, উপজাতি, সংখ্যালঘু সমাজের প্রতিনিধিদের বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে সাঁওতাল, ভূমিজ, মাল ,মুন্ডা, গাঁওতা, হো ,কুড়মি সহ বিভিন্ন জনজাতি সংগঠনের নেতারা একত্রিত হয়ে একটি সমন্বয় কমিটি তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে এ মাস থেকেই উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে গ্রাম কমিটি তৈরি হবে। তারপরেই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন জেলায় তারা প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রস্তুতী নেওয়া হবে।

আগামী জনগণনার সঙ্গে জাত গণনা হলে সে ক্ষেত্রে তাদের তৈরি রাজনৈতিক দল যে বাংলায় নির্বাচনে অন্যতম নির্ণায়ক শক্তি হয়ে দাঁড়াবে রাজনৈতিক অংক এমনটাই আশা করা যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অন্যতম মাস্টারস্টোক হওয়ার সম্ভাবনাই প্রবল।


আজকের সভায় বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অজিত প্রসাদ মাহাতো, অনুপ মাহাতো, জ্যোতিষ কিসকু, ধনঞ্জয় মুর্মু সহ বিভিন্ন জেলার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।