বাংলাদেশের বিভিন্ন পণ্য স্থলপথে আমদানি বন্ধের নির্দেশিকা জারি করল ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর

Ban Bangladeshi Product Import

নিজস্ব প্রতিবেদন :

বাংলাদেশের ওপর নতুন করে চাপ বাড়ালো ভারত সরকার। এবার বাংলাদেশের বেশ কিছু পণ্য ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য দপ্তর এক বিজ্ঞপ্তি মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেছে। যেসব পণ্য ভারতে আসতে পারবে না সেই তালিকায় রয়েছে বাংলাদেশের রেডিমেড পোশাক বিভিন্ন বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার, ফল প্লাস্টিক পিভিসির মাধ্যমে তৈরি বিভিন্ন পণ্য।


নির্দেশিকায় বলা হয়েছে ভারতের স্থলবন্দর গুলির মধ্যে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম যে কোন স্থলবন্দর এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা দিয়ে এইসব বাংলাদেশী পণ্য আমদানি করা যাবে না।প্রসঙ্গত ভারতের উত্তর পূর্বাঞ্চলের ১১ টি স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য হয়। এরমধ্যে আসামে তিনটি মেঘালয় দুটি ত্রিপুরায় রয়েছে ছটি বন্দর।
তবে বাংলাদেশ থেকে আসা মাছ, এলপিজি, ভোজ্য তেল, ষ্টোন চিপের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকছে না।

বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদপত্র সমকালের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের রপ্তানির বাণিজ্যে বড় প্রভাব ফেলবে শুধুমাত্র ভারতে বছরে গড়ে পঞ্চাশ কোটি ডলার পোশাক রপ্তানি করে বাংলাদেশ।
বাংলাদেশের খাদ্য পণ্য রপ্তানি কারক সংস্থা প্রাণ গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল জানিয়েছেন ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে। প্রাণ গ্রুপ মূলত স্থলবন্দর দিয়ে ভারতের পণ্য রপ্তানি করে ।নিষেধাজ্ঞার কারণে রপ্তানির উপর বড় নেতিবাচক পড়বে। কারণ সমুদ্র কিংবা আকাশ পথে অন্য রপ্তানি অনেক ব্যয়বহুল।
ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশিকা জারি করেছে।