Everest Climber Police Constable Laxmikant
মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতায় ফিরলেন রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মন্ডল।তৃতীয় ব্যাটেলিয়নের সদস্য লক্ষ্মীকান্তকে বিমানবন্দের স্বাগত জানাতে হাজির ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা।তিনি সাংবাদিকদের জানান ‘এটা একটি নজির স্থাপন করল সমস্ত মানুষের কাছে। একই সঙ্গে বিরাট উৎসাহ জোগাবে আগামী দিনে পুলিশ মহলেও’।লক্ষ্মীকান্ত বহু বছর ধরে মনোজ বর্মার দেহরক্ষী হিসাবে দায়িত্ব পালন করছেন। মনোজ বর্মা যখন দার্জিলিংয়ে পোষ্টিং ছিলেন তখন থেকেই পাহাড়ে নেশা চেপে বশে লক্ষ্মীকান্তের। নিয়মিত প্র্যাকটিশ শুরু করেন। সেই নিরন্তর চেষ্ঠার ফল মিলল এভারেষ্ট জয়ের মধ্য দিয়ে।
