Covid 19 Case
নিজস্ব প্রতিবেদন :
নতুন করে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহের কেন্দ্র সরকারের রিপোর্ট অনুসারে, সোমবার করোনায় আক্রান্তের সংখ্যা ১০০৯। ১৯ মে-র পর থেকে দেশে সংক্রমণ বেড়েছে ৭৫০। করোনা সংক্রমণের আঁতুড়ঘর সেই কেরল। সে রাজ্যে এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যা ৪৩০। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০৯ পার। ১৯ মে-র পর সে রাজ্যে এক ধাক্কায় ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। দিল্লিতে মোট সংক্রমিতের সংখ্যা ১০৪। গুজরাটে নতুন করে ৭৬ জন আক্রান্ত হয়েছেন। সে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৮৩।কর্ণাটকে (৪৭), উত্তরপ্রদেশ (১৫) এবং পশ্চিমবঙ্গ (১২)জন আক্রান্ত হয়েছেন।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর সহ বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বর্তমানে কোনও সক্রিয় আক্রান্তের খবর পাওয়া যায়নি। মহারাষ্ট্রে কমপক্ষে চারটি কোভিড-সম্পর্কিত মৃত্যুর খবর পাওয়া গেছে, তারপরে কেরালা (২) এবং কর্ণাটক (১)।
করোনার নতুন ঢেউয়ের মাঝেই, ভারতে খোঁজ মিলেছে এই সংক্রমণের নতুন ভ্যারিয়েন্টের। শনিবার এনবি.১.৮.১ এবং এলএফ.৭-এর চার ধরনের ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ।
