মধ্যরাতে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি প্রকাশ করা হল চাকরি হারা শিক্ষকদের সুযোগ করে দিতে বেশ কিছু পরিবর্তন

New SSC Rules 2025

নিজস্ব প্রতিবেদন :

স্কুল সার্ভিস কমিশননের পরীক্ষায় চাকরিহারা শিক্ষকদের সুযোগ করে দিতে নয়া বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধিতে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতাকে।গতকাল মধ্যরাতে এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এক নজরে দেখে নেওয় যাক নতুন নিয়মে:

লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের।আগে এটি ছিল ৫৫ নম্বরের।

শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। শিক্ষাগত যোগ্যতার  আগে নিয়ম ছিল ৩৫ নম্বর।

স্বাভাবিক ভাবে ২০১৬ সালের শিক্ষকরা এই ক্ষেত্রে নতুন পরীক্ষার্তীদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন।

শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে তার জন্য ১০ মার্কস পাবেন চাকরিপ্রার্থীরা।

নয়া নিয়োগ প্রক্রিয়ায় ক্লাস নেওয়ার দক্ষতার উপরেও জোর দেওয়া হয়েছে। ‘লেকচার ডেমোস্ট্রেশন’-এর জন্য রয়েছে ১০ নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রেও থাকছে ১০ নম্বর।

আবেদনের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত করা হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারির মধ্যে ৪০ বছরের মধ্যে হতে হবে।এ ছাড়া, তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নয়া বিধি অনুসারে, মেধাতালিকা এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। তবে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে সেগুলির মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করতে পারবে কমিশন।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর দু’বছর পর্যন্ত লিখিত পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করতে হবে। তার পরে সেগুলি নষ্ট করা যেতে পারে। তবে ওএমআর শিটের স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষের পর ১০ বছর পর্যন্ত সংরক্ষিত বাধ্যতামূলক রাখতেই হবে।

উচ্চ প্রাথমিকের নয়া নিয়োগ বিধি :

নয়া নিয়োগবিধিতে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার কথাও উল্লেখ রয়েছে। নিয়ম অনুসারে, উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য আগের মতো এখনও টেট পাশ বাধ্যতামূলক। টেটের প্রাপ্ত নম্বরের সর্বাধিক গুরুত্ব থাকবে সর্বোচ্চ ৪০ নম্বরের। লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৫ নম্বরের। ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া ক্লাস নেওয়ার দক্ষতার উপর ও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ পাঁচ নম্বর করে বরাদ্দ হয়েছে।