করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৫,৭৫০ নতুন করে মৃত্যের সংখ্যা চার সবচেয়ে বেশি আক্রান্ত কেরালায়

Covid 19 Update

নিজস্ব প্রতিবেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের  দৈনিক COVID-19 বুলেটিনের তথ্য অনুসারে, ৮ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৫,৭৫৫ (জানুয়ারী ২০২৫ থেকে)।

গতকাল থেকে দেশ জুড়ে নতুন করে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৩৯১, যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরালায়।সেখানে ১২৭টি নতুন COVID-19 এ আক্রান্ত হয়েছে। কেরালার পরে রয়েছে গুজরাট ১০২ আক্রান্ত হয়েছেন। দিল্লি (৭৩টি), মহারাষ্ট্র (২৯টি), তামিলনাড়ু (২৭টি), পশ্চিমবঙ্গ (২৬টি), ছত্তিশগড় (১৭টি) এবং অন্ধ্রপ্রদেশ (১০টি)নতুন করে রির্পোটে পজিটিভ ধরা পড়েছে।

এছাড়াও, ২০২৫ সালের জানুয়ারি থেকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মোট রোগীর সংখ্যা ৫,৪৮৪, যার মধ্যে ৮ জুন পর্যন্ত ৭৬০ জন।তথ্য অনুসারে, মাত্র চারটি রাজ্য – অরুণাচল প্রদেশ, চণ্ডীগড় (কেন্দ্রশাসিত অঞ্চল), মিজোরাম এবং ত্রিপুরা, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়নি।