২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান বেঁচে ফিরলেন একজন বিশ্বাস কুমার রমেশ

Air India Plain Crash

আমেদাবাদ :

বৃহস্পতিবার দুপুর ১:৩৮ মিনিট নাগাদ আহমেদাবাদ বিমান বন্দর থেকে যাত্রা শুরু করে বিমানটি। কিছুটা যাওয়ার পর গুজরাটের মেঘানী নগরে ভেঙে পড়ে বিমানটি। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। বিমানে মোট যাত্রী ছিলেন ২৪২ জন। যার মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯ জন, ৫৩ জন ছিলেন ব্রিটেনের নাগরিক, একজন কানাডার নাগরিক এবং ৭ জন পর্তুগালের নাগরিক। 

 সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরু হয় বিমানটির। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছনোর পর হঠাৎ করেই এটি নীচে নামতে শুরু করে। সবকিছু নিস্তব্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্তে পাইলটের কাছ থেকে একটি ‘মেডে ডাক’ আসে। তার পরমুহূর্তেই বিশাল কমলা রঙের আগুনের গোলায় পরিণত হয় বিমানটি। আকাশেই বিস্ফারিত হয় লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।

ওই আগুনের গোলা প্রায় কয়েক মাইল দূর থেকেও দেখা যায়। অভিশপ্ত বিমানটিতে ক্রু সদস্য-সহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। বিশ্বাস কুমার রমেশ নামে ১ জন যাত্রী রক্ষা পেয়েছেন অলৌকিক ভাবে।