বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত রাজ্যের মন্ত্রীর স্বামী

Minister Jyotsna Mandi Husband Attack

ভরা বাজারে বিজেপি কর্মীর হাতে বেধড়ক মার খেলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী।  শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়ার খাতড়া বাজারে মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান মন্ত্রীর স্বামী তুহিন সামন্ত।সেই সময় আচমকাই বিজেপির ১৫ -১৬জন কর্মী-সমর্থক তুহিনের উপর লাঠি-রড নিয়ে হামলা চালায়। পিঠে ও ডান হাতে আঘাত পান তুহিন।  তড়িঘড়ি তুহিনকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। খাতড়া থানায় পুলিশ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। মন্ত্রীর অভিযোগ আমার স্বামী রাজনীতি করেন না। উনি একজন সরকারি কর্মী। বেশ কিছুদিন ধরেই বিজেপি এলাকাকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমার স্বামীর উপরে এই হামলার মূল পান্ডা হলেন স্থানীয় বিজেপি নেতা শান্তনু সিংহ। শান্তনূর নেতৃত্বে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা চলছে।” 

 আর সেই রাজনৈতিক উদ্যেশ্যেই তাঁর স্বামীর উপর হামলা চালিয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব