বীরভূমে মেগা রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা : তারিক আনোয়ার রামপুরহাট বীরভূম

বীরভূম রামপুরহাট চামড়া গুদাম মসজিদ কমিটির যুবক বৃন্দ, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন ও বাংলা সংস্কৃতি মঞ্চের যৌথ প্রয়াসে আজ হয়ে গেল মেগা রক্তদান শিবির,

এই শিবির বীরভূম জেলার কয়েকটি বৃহত্তর শিবিরের মধ্যে অন্যতম, প্রত্যেক বছর রামপুরহাট চামরাগুদাম মসজিদ কমিটির যুবকবৃন্দের উদ্যোগে এই মেগা রক্তদান শিবির হয়ে থাকে, আজ এই রক্তদান শিবিরে মোট ১২৯ জন রক্তদাতা রক্ত দান করেছেন এরমধ্যে ৩৫ জন মহিলা ও ৩ জন মানুষ শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়েও এই রক্তদান শিবিরে রক্তদান করে বুঝিয়ে দেন রক্তদানের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতাই বাধা নয়।

ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স সোসাইটি সহসভাপতি নুরুল হক জানান “যুব প্রজন্মের উদ্যোগে বীরভূম জেলায় প্রচুর রক্তদান শিবির হচ্ছে এবং বলতে গর্ববোধ করছি এইবার গরমে মরসুমেও ব্লাড ব্যাংকে রক্তের তেমন কিছু অভাব দেখা যায়নি , আমরা সরকারের কাছে “ব্লাড এ্যাক্ট” আইন চালু করার জন্য বারবার অনুরোধ করেছি এবং দাবি রাখছি।”বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স এসোসিয়েশনের অন্যতম পদাধিকারী ব্যক্তি শিক্ষক খালেক মহাশয় বলেন “তরুণ প্রজন্মকে আরো এগিয়ে আসতে হবে রক্তদান শিবিরের জন্য/রক্তদানের জন্য, দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান”

বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স এসোসিয়েশন অন্যতম সদস্য এবং রামপুরহাট চামড়াগুদাম মসজিদ কমিটির অন্যতম উদ্যোক্তা পিন্টু শেখ বলেন প্রতিবছরের ন্যায় এই বছর আমরা রক্তদান শিবির করে চলেছি সবশেষে আমাদের মোট ১২৯ ইউনিট রক্ত সংগ্রহ করতে পেরেছি এবং এরমধ্যে ২৯ জন মহিলা এবং ৩ জন শারীরিক প্রতিবন্ধী মানুষ ।