ইরান ইসরাইল যুদ্ধে নাটকীয় মোড় যুদ্ধ বিরতি ভেঙে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ঘোষণা ইসরাইলের

Israel breaks ceasefire, threatens war again

নিজস্ব প্রতিবেদন :

যুদ্ধ বিরতি ভেঙে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ঘোষণা ইসরাইলের। তাদের দাবি ইরান যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরাইলের ওপর নতুন করে মিশাইল আক্রমন করেছে। যদি ইসরাইলের দাবী অস্বীকার করেছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন

সোসাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে ইয়াল জমির লিখেছেন, ‘ইরান সরকার যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে। আমরা এর কড়া জবাব দেব।’ অন্যদিকে

বিবিসির রির্পোটে বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আবদুলরহিম মুসাভি দাবি করেছেন, গত কয়েক ঘণ্টার মধ্যে তেহরান ইসরায়েলের ওপর কোনো ক্ষেপণাস্ত্র ফেলেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের উদ্দেশ্যে ইরানে বোমা ফেলতে নিষেধ করেছেন।সংবাদসংস্থা এএফপির খবর অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসরায়েল, ওই বোমাগুলো ফেলো না। যদি এটা করা হয়, তা হবে (যুদ্ধবিরতির) বড় ধরনের লঙ্ঘন। পাইলটদের এখনই ঘরে ফেরাও!’