বোমায় নিহত তামান্নার বাড়িতে যাওয়ার জন্য শোকজের মুখে বিধায়ক হুমায়ুন কবীর

Humayun Kabir Show Cause Letter

নিজস্ব প্রতিবেদন

ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে শো কজ করল তৃণমূল কংগ্রেস।দলকে না জানিয়ে কালীগজ্ঞে বোমায় নিহত তামান্নার পরিবারের সঙ্গে দেখা করে তার মায়ের হাতে টাকা তুলে দেওয়ার জন্য এই শোকজ। তিন দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ।

২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফলের দিন তামান্নাদের বাড়ি লক্ষ করে বোমা ছোঁড়া হয়। সেই বোমার আঘাত তামান্নার ঘটনাস্থলেই মৃত্যু হয়। তামান্নার মা সাবিনা প্রথম থেকেই দাবী করে এসেছেন তারা সিপিএম সমর্থক বলেই তাদের বাড়িতে তৃণমূলের সমর্থকরা বোমা ছুড়েছে।

 বুধবার তামান্নাদের বাড়িতে যান হুমায়ুন। তামান্নার মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর কমলা রঙের একটি খাম শোকার্ত মায়ের হাতে তুলে দিতে যান হুয়ামুন। জানান, খামে কিছু টাকা আছে। টাকার কথা শুনে ‘না, না, না’ বলে চিৎকার করে ওঠেন তামান্নার মা সাবিনা। জানান, তাঁদের বাড়ি আছে, জমি আছে। টাকার প্রয়োজন নেই। তিনি মেয়ের খুনের বিচার চান। অভিযোগ, তামান্নাদের বাড়িতে যে হুমায়ুন যাবেন, দলকে তা জানাননি। অর্থসাহায্যের বিষয়েও নিজে থেকেই উদ্যোগী হয়েছেন। পশ্চিম মেদিনীপুরের বিধায়ক হয়ে দলের কোনও রাজ্য স্তরের নেতাকে না জানিয়ে নদিয়ায় চলে যাওয়া তৃণমূল ভাল চোখে দেখেনি। এভাবে টাকা দেওয়াকে দল সমর্থন করে না বলে শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে।