Bengal BJP Leader Arrest In Odisha
ওডিষায় সোনার দোকান থেকে সোনা চূরি করতে গিয়ে ধরা পড়েছে পশ্চিম মেদনীপুরে বিজেপির এক যুব নেতা। সোনার দোকান থেকে সোনা চূরি করে পালানোর সময় সিসিটিভির ফুটেজে পুরো বিষয়টা ধরা পড়েছে।ওড়িশায় চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলার এই বিজেপি নেতা! কলকাতায় সাংবাদিক সম্মেলনে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই সিসিটিভির ফুটেজ দেখিয়ে দাবী করেছেন মেদনীপুর শহরের ১৪ নম্নর ওয়ার্ডের বাসিন্দা। কুণাল ঘোষের দাবী বিজেপি যুব মোর্চার নেতা সোমনাথ সাউ প্রায় ১০০ গ্রাম টাকার গয়না চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে।তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। কুণাল ঘোষ দাবী করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে সোমনাথের দুটি ছবি পোস্ট করেছেন।
