ছবি সৌজন্যে প্রথম আলো
Bangladesh Rape case
মনিরুল হোসেন
ধারের টাকা চাইতে এসে খালি বাড়ি পেয়ে মহিলাকে ধর্ষণ। বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের বিজেপির বিভিন্ন নেতা নেত্রী ছড়িয়েছে। যদি ও পরে সেই ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র ‘প্রথম আলো’র প্রতিবেদনে বলা হয়েছে কুমিল্লার মুরাদনগরে ২৫ বছরের এক হিন্দু মহিলার ওপর এই নারকীয় অত্যাচার করা হয়েছে। প্রথম আলোর প্রতিবেদনে তুলে ধরা হয়েছে নির্যাতিতা ঐ মহিলার বাবা চার হাজার টাকা সুদের বিনিময়ে এক মাসের জন্য তাঁরা প্রতিবেশী ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। কয়েক দিন আগে ওই টাকা ফেরত দেওয়ার সময় ছিল; কিন্তু তাঁরা টাকা পরিশোধ করতে পারেননি। ফজরের কাছে আরও কয়েক দিন সময় চান; কিন্তু তিনি তা না দিয়ে হুমকি দিতে থাকেন। বৃহস্পতিবার রাতে সেই টাকার সূত্র ধরে বাড়িতে এসে তাঁর বোনকে ধর্ষণ করেন ফজর। ঘটনার সময় বাড়িতে তাঁদের মা–বাবা ছিলেন না। তাঁরা একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন।
নির্যাতিতা নারী প্রথম আলোকে বলেন, ধর্ষণের বিষয়টি টের পেয়ে আশপাশ থেকে লোকজন এসে ফজর আলীকে পেটাতে থাকেন। এ সময় তাঁকে বিবস্ত্র অবস্থায় মারধর করা হয়। পুলিশ যে চারজনকে গ্রেপ্তার করেছে, তাঁরাই তাঁকে মারধর করেছেন। তাঁদের লোকজনই সেই ভিডিও ছড়িয়ে দিয়েছেন।
এই ঘটনায় মূল অভিযুক্তসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার এই ঘটনায় নির্যাতিতা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। একই সঙ্গে নির্যাতিতার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।
