মালেগাঁও বিস্ফোরণ মামলায় কেন মুক্তি পেল প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞাসহ সাত জন
Malegaon Blast Verdict মনিরুল হোসেন, সাংবাদিক ২৯শে সেপ্টেম্বর, ২০০৮ তারিখে মালেগাঁওয়ের ভিক্কু চকের কাছে বিস্ফোরণে ছয়জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিল ।১৭ বছর মামলা চলার পর প্রাথমিকভাবে অভিযুক্ত ১১ জনের মধ্যে, বিজেপির প্রাক্তণ সাংসদ সন্ন্যাসীনি সাধ্বী প্রজ্ঞাসহ সাত জন অভিযুক্তকে বেকসুর মুক্তি দিল আদালত। এরা হলেন মেজর (অবসরপ্রাপ্ত) রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রাহিরকর,…
