পাটনার হাসপাতালে হাড়হিম খুনের ঘটনায় অভিযুক্তরা ধরা পড়ল নিউটাউনের বহুতলে

Patna Murder

বিহারের পটনায় পারস হাসপাতালের আইসিইউয়ের মধ্যে ঢুকে দুস্কৃতি চন্দন মিশ্রকে খুনের ঘটনায় রাজারহাট নিউটাউনের বহুতল আবাসন থেকে অভিযুক্ত পাঁচজনকে আটক করল। পটনা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ ভাবে নিউ টাউন হানা দিয়ে নিউটাউনের সুখবৃষ্টি আবাসন থেকে ভোরে বিশেষ অভিযান চালিয়ে এই দুস্কৃতিদের পাকড়াও করা হয়। ধৃত পাঁচ জনের মধ্যে চার জন খুনের ঘটনায় মূল অভিযু্ক্ত বলে জানা গেছে।অভিযুক্তদের মোবাইলের লোকেশন ট্রাক করে তাদের পাকড়াও করা হয়।এই খুনের মূল অভিযুক্ত তৌসিফ রাজা পাটনায় আগেই ধরা পড়েছে। যাকে খুন করে এই দুস্কৃতিরা সেই চন্দন মিশ্রের বিরুদ্ধে ২৪ টি ফৌজদারী মামলা সহ  ১২ টি খুনের মামলা আছে।