আমিরকে বাংলাদেশে পুশব্যাক ও বক্করকে মহারাষ্ট্রে খুন বাংলার দুই পরিযায়ী শ্রমিকের দূরাবস্থা

West Bengal Migrant workers in Danger

মালদহের কালিয়াচকের বাসিন্দা, আমীর শেখ। প্রায় আড়াই মাস আগে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজস্থানে কাজ করতে গিয়েছিল। কিন্তু বেশিদিন কাজ করা হয়নি । অভিযোগ বাংলায় কথা বলার জন্য রাজস্থান পুলিশ তাকে ডিটেনশন ক্যাম্পে দু মাসের বেশি সময় আটক করে রাখে ।

কয়েকদিন আগে রাজস্থান পুলিশ বিএসএফের সাহায্যে কোচবিহার থেকে বাংলাদেশে pushback করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ জেসিবি মেশিন এর মধ্যে তাকে বসিয়ে সীমান্ত দিয়ে কাঁটাতারের ওপারে ফেলে দেওয়া হয়। বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় আমির শেখ পুরো বিষয়টি তুলে ধরে। তার এই ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও দেখে আমিরের বাবা মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। অভিযোগ আমিরকে বসিরহাট থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় ফেলে দেওয়া হয়েছে। তার কাছে বৈধ আধার কার্ড থাকা সত্বেও এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ থেকে যেতে আমিরকে আবার বাড়িতে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে আমিরের পরিবার।

অন্যদিকে মহারাষ্ট্রে কুপিয়ে খুন করা হলো উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার আবু বক্কর মন্ডলকে। বছর ৩৩ এর আবু বক্কর এর বাড়ি বাদুড়িয়ার নারায়ণপুরে। কয়েক বছর আগে সপরিবারে মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। ভাসি থানা এলাকায় স্ত্রীকে নিয়ে বাড়ি ভাড়া করে থাকতেন। গত রবিবার সন্ধ্যা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল বন্ধ ছিল। মঙ্গলবার তার ভাড়াবাড়ির কিছুটা দূরে ডোবার মধ্যে আবু বকর মন্ডলের বস্তা বন্দী দেহ উদ্ধার করা হয়। দেহটি টুকরো টুকরো করা ছিল। এই ঘটনায় আবু বকরের স্ত্রী ও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে অনুমান করা হচ্ছে। গতকাল মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেব তার গ্রামের বাড়ি বাদুড়িয়া আমায় হয় ও শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেছেন আবু বকর মন্ডলের বাবা মা।