Amir Sk returned to Malda from Bangladesh
মনিরুল হোসেন, সাংবাদিক
মালদার কালিয়াচকের আমির শেখকে অবশেষে তার পরিবারের হাতে তুলে দেওয়া হল । বসিরহাট থানার পুলিশ আমির শেখ কে তার পরিবারের হাতে তুলে দেয়। এই সেই আমির শেখ যে রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে রাজস্থান পুলিশ তাকে আটক করে জেল ভরে দেওয়া হয়। আমিরের অপরাধ সে বাংলায় কথা বলে তাই সে বাংলাদেশী। রাজস্থান পুলিশ মারধর করে বাংলায় এনে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ তাকে পে লোডারে চাপিয়ে বাংলাদেশে সীমান্তের ওপারে ছুঁড়ে ফেলে দিয়েছিল। বাংলাদেশের কেউ একজন তাঁর কথা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। সেখান থেকে খোঁজ মেলে আমিরের।

এর পর রাজ্যসভার সাংসদ পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম বিষয়টি মুখ্যমনত্রীর সামনে তুলে ধরেন। শুরু হয় ফেরানোর চেষ্ঠা। অন্যদিকে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। অবশেষে সব চেষ্ঠার ফলে এতদিন পর নিজের বাড়িতে ফিরল আমির শেখ।
এ বিষয়ে সামিরুল ইসলাম সামাজিক মাধ্যমে লিখেছেন “মালদার কালিয়াচকের আমির শেখকে রাজস্থান পুলিশ বিএসএফ এর সাহায্যে বাংলাদেশে জোর করে পাঠিয়েছিল। শুরুর দিন থেকে আমরা সেই পরিবারের সাথে ছিলাম। আমিরের বাবাকে আমরা হাইকোর্টে Habeas Corpus petition করতে সাহায্য করেছিলাম। এই পরিস্থিতিতে চাপে পড়ে বিএসএফ আমিরকে পশ্চিমবঙ্গে ফেরত এনেছে।ইতিমধ্যে বসিরহাট পুলিশের হাতে বিএসএফ আমিরকে handover করেছে।। কলকাতা হাইকোর্ট আজকের হিয়ারিং এ আমিরকে তার পরিবারের হাতে তুলে দেওয়া নির্দেশ দিয়েছে।
অথচ অদ্ভুতভাবে ওরা এখন বলছে আমিরকে নাকি deport করাই হয়নি!! তাহলে কি হয়েছে? সে বেচারা বাংলাদেশে গেলো কি করে? চিন্তা নেই । বিজেপির “ধামাধরা” বিএসএফের কাছে আবার অন্য যুক্তি আছে। আমির নাকি নিজেই বেআইনি ভাবে চলে গিয়েছিল বাংলাদেশে! বুঝুন কাণ্ড! যে বাংলাদেশ থেকে দলে দলে অনুপ্রবেশকারী এসে এই দেশ ভরিয়ে দিচ্ছে বলে চিল চিৎকার করছে বিজেপির নেতারা, সেই দেশে নাকি আমির নিজের ইচ্ছেই সীমান্ত পেরিয়ে চোরাপথে পৌঁছে গেছে!এদের লজ্জা বলে কি কোনো বস্তু নেই? নাকি এরা বাংলার মানুষকে খুব বোকা ভাবে। যদি দ্বিতীয়টা ঠিক হয়, তবে জেনে রাখুন বাংলা বিরোধী দল, বাংলার মানুষ আপনাদের উচিত শিক্ষা দেবেই। আর কত নীচে নামবেন আপনারা? আর কত?
গরীব মানুষকে অত্যাচার করার পর যখন ধরা পড়েছে, তখন মিথ্যাচার করছে এই বিজেপি। অবশ্য এটাই এদের নীতি। জেনে রাখুন, আমাদের কাছে আমিরকে deport করার সমস্ত প্রমাণ আছে। আমরা আইনিভাবে আমিরের পাশে ছিলাম আছি। আমির বাংলাদেশ থেকে যে ভিডিও করেছিল, সেটাও আছে। রাজস্থান পুলিশ যে আমিরকে deport করেছিল, সেই প্রমাণ ও আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী Mamata Banerjee র নেতৃত্বে আমাদের আইনী লড়াই চলছে, চলবে। আমি বাংলার সকল মানুষকে বলব, আপনারা দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বাংলা বিরোধী দলকে প্রতিহত করুন।“
