Saltlake Accident
নিজস্ব প্রতিবেদন :
মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল এক ডেলিভারি বয়ের। প্রথমে গাড়ি ধাক্কা তারপর আগুনে ঝলসে গেল গোটা শরীর। বুধবার সন্ধ্যায় সল্টলেক এবং কেষ্টপুরের মাঝে ৮ নম্বর ব্রিজের মাঝে এই ঘটনা ঘটে।
একটি দ্রুতগামী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে থাকা এক ডেলিভারি বয়কে সরাসরি ধাক্কা মারে। ওই যুবক বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের রেলিংয়ের একটি অংশ তাঁর পায়ে গেঁথে যায়। ঐ চার চাকাটি ফের দ্বিতীয়বার গিয়ে ধাক্কা মারে। গাড়িতে আগুন লেগে যায়।সেই আগুন নিমেষে ডেলিভারি বয়ের গায়ে লেগে যায়। ঘচনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ঐ যুবকের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ অগ্নিদগ্ধ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এই ঘটনার পরেই সল্টলেকে স্থানীয় বাসিন্দারা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
