সুপ্রীম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় তবে কি কারণে এখনই জেলমুক্তি নয় ?

Partha Chatterjee gets bail in Supreme Court

নিজস্ব প্রতিবেদন :

শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের দায়ের করা মামলায় দেশের সর্বোচ্চ আদালতে জামিন পেলেন প্রাক্তণ শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।কেন জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় সে সম্পর্কে সুপ্রীম কোর্টের বিচারপত এম এম সুন্দরেশ ও বিচারপতি এন কে সিংয়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এক ব্যক্তিকে দীর্ঘদিন এভাবে জেলে রাখা যায় না। মামলার নিস্পত্তি হওয়ার জট এখনো কাটেনি।এর আগেই এই একই কারণে ই মামলায় জামিন দেওয়া হয়েছে। তাই শর্ত সাপেক্ষে জামিন দেওয়ার নির্দেশ দিল সুপ্রীম কোর্টের ডিভিশন বেঞ্চ।

শর্ত হিসাবে পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে, নিয়মিত হাজিরা দিতে হবে এবং এলাকা ছেড়ে কোনওভাবেই যেতে পারবেন না।

তবে এখনই জেল থেকে মুক্তি মিলছে না পার্থ চট্টোপাধ্যায়ায়ের। কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে একাধিক মামলা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।সেই মামলা গুলির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।তবে এর আগে ইডির মামলায় জামিন মিলেছে পার্থর সোমবার মিলল সিবিআইয়ের মামলায় তাই বাকি মামলা গুলির ক্ষেত্রে জামিন পেতে পার্থ চ্যাটার্জীকে খুব বেশি বেগ পেতে হবে না।

পার্থ চ্যাটার্জীর পাশাপাশি জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবংএসএসসি-র প্রাক্তন উপদেষ্টা  শান্তিপ্রসাদ সিনহাও।