Supreme Court upholds cancellation of 26,000 recruitments
SSC ২৬ হাজার চাকরি বাতিল হয়ে গেল।আদালতে আবেদনের সব রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল। কারণ সব পূনর্বিবেচনার আবেদন খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত।খারিজ করা হল রাজ্য সরকার এবং এসএসসির রিভিউ পিটিশনও। সুপ্রীম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন।
আদালতের পর্যবেক্ষণ শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রমাণ মিলেছে।বাগ কমিটি রির্পোট এবং সিবিআইয়ের রির্পোটেই পরিস্কার দুর্নীতি ধরা পড়েছে। অন্যদিকে প্রকৃত ওএমআর শিট মিলছে না। তাই এই চূডান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ।
