New bill being introduced in Parliament
নিজস্ব প্রতিবেদন
প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী, গ্রেপ্তারেরর পর একটানা ৩০ দিন আটক থাকলেই , তাদের ৩১ দিনের মধ্যে পদত্যাগ করতে হবে অথবা পদ থেকে অপসারণ করা হবে। এমনই নতুন বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করবেন বলে জানা গেছে।
গুরুতর ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার বা আটক নির্বাচিত প্রতিনিধিদের পদ থেকে অপসারণ নিশ্চিত করার জন্য একটি বিল বুধবার সংসদে পেশ করা হবে।
এখন পর্যন্ত, সংবিধানের অধীনে, কেবলমাত্র দোষী সাব্যস্ত জনপ্রতিনিধিদের পদ থেকে অপসারণ করা যেতে পারে। কিন্তু প্রস্তাবিত বিলে বলা হয়েছে যে, একজন প্রধানমন্ত্রী, যেকোনো কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী, যাদের গ্রেপ্তার করে টানা 30 দিন আটক রাখা হয়, তাদের 31 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে অথবা স্বাভাবিক ভাবে অপসারণ করা হবে। যদিও কোন ধরণের ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্তকে অপরাধের জন্য কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তি হতে পারে। হত্যা এবং এমনকি বৃহৎ দুর্নীতির মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হলে সেক্ষেত্রে ৩০ দিন জেলবন্দি বা আটক করা হলেই এই আইন কার্যকর করা হবে।
বিরোধী দলগুলি এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা বুধবার সকালে বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি সভা ডেকেছে।
