ITI Baba
তারিক আনোয়ার, বীরভূম :
কৌশিকী অমাবস্যার পূণ্যতিথিতে বীরভূমের আধ্যাত্মিক পরিবেশে হঠাৎই দেখা মিলল এক ব্যতিক্রমী ব্যক্তিত্বের— “আইআইটি বাবা”-র। প্রকৃত নাম তাঁর অভয় সিং। ভারতের অন্যতম সেরা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (IIT) থেকে পড়াশোনা শেষ করার পরও তিনি প্রচলিত চাকরির পথে হাঁটেননি। বরং সমস্ত প্রলোভন থেকে সরে এসে বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ।
উচ্চবেতনের চাকরি ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করার কারণে মহাকুম্ভ মেলাতেই প্রথম তাঁকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। তখন থেকেই সাধারণ মানুষ তাঁকে চিনতে শুরু করে “আইআইটি বাবা” নামে।
বর্তমানে তিনি নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছেন ঈশ্বরভক্তি ও মানবসেবায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণ কামনাই তাঁর একমাত্র লক্ষ্য। তাঁর বিশ্বাস—
“সত্যিকারের শিক্ষা শুধু ডিগ্রি নয়, বরং মানবতার চর্চায়। সত্যিকারের ভক্তি কেবল মন্দির, মসজিদ বা মঠে নয়, বরং প্রতিটি মানুষের মঙ্গলে।”
কৌশিকী অমাবস্যার পবিত্র আবহে তাঁর উপস্থিতি ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে অন্য রকম এক আধ্যাত্মিক আবেগ জাগিয়েছে। উপস্থিত বহু মানুষ বলেন, “আধুনিক যুগে এমন একজন মানুষ, যিনি উচ্চশিক্ষার শীর্ষে পৌঁছে সবকিছু ত্যাগ করে মানবতার সাধনা বেছে নিয়েছেন—তিনি সত্যিই অনুপ্রেরণার উৎস।”
