Nepal’s interim Prime Minister Sushila Karki
নিজস্ব প্রতিবেদন :
অশান্ত নেপালে শান্তি ফেরাতে অন্তর্বতী সরকারের প্রধান হিসাবে বেছে নেওয়া হল নেপালের সুপ্রীম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। নেপালে তিনি দুটি রেকর্ড তৈরি করলেন একদিকে তিনিই ছিলেন নেপালের মহিলা হিসাবে সুপ্রীম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। আবার তিনি এবার হলেন নেপালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বিচারক হিসাবে দুর্নীতির বিরুদ্ধে তাঁর কড়া রায়ের জন্য তিনি নেপালের আমজনতার মাঝে সাহসী স্বচ্ছ বিচারপতি হিসাবে পরিচিতি পেয়েছিলেন। তাঁর উপরেরই আস্থা রাখল নেপালের মূল আন্দোলনকারী যুব সমাজ।
কে এই সুশীলা কার্কি
৭ জুন, ১৯৫২ সালে নেপালেক বিরাটনগরে জন্মগ্রহণ করেন সুশীলা কার্কি। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি ১৯৭৯ সালে তার আইনজীবন শুরু করেন এবং ২০০৭ সালে একজন সিনিয়র অ্যাডভোকেট হন। ২০০৯ সালে তিনি সুপ্রিম কোর্টের একজন অ্যাডহক বিচারক নিযুক্ত হন, ২০১০ সালে স্থায়ী হন এবং জুলাই ২০১৬ থেকে জুন ২০১৭ পর্যন্ত দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
