Rain Kolkata:
মনিরুল হোসেন
মহানগরী কলকাতা কার্যত জলের তলায়। রাতভর রের্কড পরিমান বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত তিলোত্তমা। রাত বারোটা থেকে একটানা পাঁচ ঘন্টায় ৩০০ মিলিমিটারের মতো বৃষ্টিতে শহর জুড়ে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়া শিয়ালদহের অধিকাংশ লাইনে জল জমে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বন্ধ মেট্রো পরিষেবা। শহরের উত্তর থেকে মধ্য থেকে দক্ষিণ কলকাতা, ইএম বাইপাশ সর্বত্র কোথাও হাঁটু জল কোথাও কোমর সমান জল। বহু বাড়ির একতলা জলমগ্ন রয়েছে।
সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ অনুযায়ী, মানিকতলায় বৃষ্টি হয়েছে ১৪৭ মিমি, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কামডহরি এলাকায়। সেখানে বৃষ্টির পরিমাণ ২৪৫ মিমি। এছাড়াও, তপসিয়া, বালিগঞ্জ বৃষ্টির পরিমাণ ২৪০ মিমি।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে নিম্নচাপের কারণে এই প্রবল বৃষ্টি। নতুন করে আবার নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তাই বৃষ্টির হাত থেকে আপাতত রেহাই নেই। শেষ পাওয়া খবর পর্যন্ত বিদ্যুতপৃষ্ট হয়ে কলকাতায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
