তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে আহত ৪৫

34 people killed in stampede at Vijay’s Karur rally

ছবি সৌজন্যে x

মনিরুল হোসেন

তামিলনাড়ুর করুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক সমাবেশে কমপক্ষে ৩৪ জনের পদপিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এন ডি টিভি সংবাদ সূত্রে এই খবর জানা গেছে। তামিল অভিনেতা বিজয় নিজের রাজনৈতিক দল টিভিকে তৈরি করেছেন। এই দলের সমাবেশে শনিবার উপস্থিত ছিলেন অভিনেতা বিজয়। তার সমাবেশে যোগ দিতে হাজার হাজার মানুষ ভিড় করে। নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা ব্রহ্মণ্যম।

ছবি সৌজন্য x

পুলিশ সূত্র এনডিটিভিকে জানিয়েছে, বিপুল সংখ্যক লোক সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু লোক অজ্ঞান হয়ে পড়ে, যার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।বিজয় নির্ধারিত সময়ের ছয় ঘন্টারও বেশি দেরিতে সমাবেশ উপস্তিতহয়েছিল, ততক্ষণে জনতার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। বিজয় আসার সঙ্গে সঙ্গে প্রবল হুড়োহুড়ি শুরু হয়। সকলেই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্ঠা করে। হুড়োহুড়ির মধ্যে অনেকেই পড়ে যায়। তাদের উপর দিয়ে জনতা চলে যায়। স্বাভাবিক ভাবে পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শনিবার রাতেই ঘটনাস্থল করুরে আসছেন, তিনি এক্স-এর একটি পোস্টে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, করুরে রাজনৈতিক সমাবেশের সময় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাটি গভীরভাবে দুঃখজনক।”আমার সমবেদনা সেই পরিবারের সাথে রয়েছে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন। এই কঠিন সময়ে তাদের শক্তি কামনা করছি। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি,” ।

ঘটনার পর, অভিনেতা বিজয় ত্রিচি বিমানবন্দরে গিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে ফ্লাইটে ওঠেন। তিনি মিডিয়ার কাছে কোনও মন্তব্য করতে চাননি এবং বিমানবন্দরের ক্যামেরা থেকে মুখ লুকিয়ে রাখেন।