পুজোর আনন্দ ভাগ করে নিতে আনন্দ পাঠের পড়ুয়াদের পাশে ওরা সবাই

Puja social work

নিজস্ব প্রতিবেদন

উৎসবের আলোর রোশনাইয়ের মাঝে যাদের কথা আমারা ভূলে যেতে চাই। আমরা নিজের সন্তান সন্ততিদের পুজোর আনন্দে গা ভাসিয়ে দিতে নতুন জামা কাপড় তুলে দিই। তখন আমরা ভাবি না সেই সব কত শত আমাদের চারপাশের আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির কথা। যাদের ইচ্ছে করে তাদের ছেলে মেয়েদের হাতে নতুন জামাকাপড় তুলে দিতে। কিন্তু ইচ্ছা থাকলেও অনেকই কচিকাঁচাদের সামান্য শখ আহ্লাদ পূরণ করতে পারেন না।

এই সব পরিবারের সন্তানদের পাশে পুজোর আনন্দ ভাগ করে নিতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ দান ও বীরভূম লাল মাটির দেশ-রাজগ্রাম ও মুরারইয়ের কিছু সমাজ কর্মী । তাঁরা পুজো উপলক্ষে মুরারাই ১নং ব্লকের আম্ভুয়া কোরাপাড়ার ‘আনন্দ পাঠের’ ছাত্রছাত্রীদের হাতে বীরভূম লাল মাটির দেশ-এর পক্ষ থেকে নতুন জামা তুলে দেওয়া হলো। নতুন পোশাক হাতে পেয়ে ছোট্ট মুখগুলিতে খুশির ঝলক ফুটে ওঠে। ওরা উপলদ্ধি করেছেন এটাই আসলে পুজোর আসল আনন্দ। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।